আব্দুল মালেকঃ
উলিপুর প্রেসক্লাবের উদ্যোগে বিদ্যুত সংকট নিরসনে আমাদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার সন্ধা সাড়ে ৭ টায় প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর অঞ্চল), আল মাহমুদ হাসান, সহকারী কমিশনার(ভূমি) মুর্তজা আল মুইদ, থানা অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লা আল সাইদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলি, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, এমপি প্রতিনিধি একেএম সফিকুল ইসলাম দারা, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যূৎ সমিতি ও উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী বিপ্লব চন্দ্র সরকার, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মন্ডল দুলু, সাংবাদিক পরিমল মজুমদার, তৈয়বুর রহমান, মোন্নাফ আলী, নুরবক্ত মিঞা, সাঈদ আখতার আমীন প্রমূখ।
উল্লেখ্য, উলিপুরে দীর্ঘদিন থেকে লাগামহীন লোডশেডিং অব্যাহত থাকায় জনজীবন বিপর্যস্থ হয়ে উঠেছে। ফলে ছাত্র-ছাত্রিদের লেখাপড়া, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্থ হচ্ছে। সেইসাথে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বিকল হয়ে পড়ছে। উলিপুর জোনাল অফিসের ডিজিএম জানান, ৫৪ হাজার গ্রাহকের জন্য পীক ও অফ-পীক আওয়ারে ১০ মেঘাওয়াট বিদ্যূৎ চাহিদার বিপরীতে মাত্র দেড় থেকে তিন মেঘাওয়াট বিদ্যূৎ সরবরাহ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সভায় বক্তরা অবিলম্বে নিরবিচ্ছিন্ন বিদ্যূৎ সরবরাহ নিশ্চিত করতে ১০ মেঘাওয়াট বিদ্যূৎ সরবরাহ করতে মাননীয় প্রধানমন্ত্রী ও বিদ্যূৎ প্রতিমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।