আব্দুল মালেকঃ
শিশুটি জন্ম নিয়ে কেঁদে উঠলো আর সাথে সাথেই অপারেশন থিয়েটারে উপস্থিত চিকিৎসকসহ সহকারী সকলেই হেসে উঠলেন। এ হাসি সাফল্যের। জন্ম নিল এক ফুটফুটে ছেলে সন্তান।
দীর্ঘ ৬ বছর পর গত বুধবার দুপুরে শেফালী রানী নামের এক গর্ভবতী মায়ের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ এস.এম আমিনুল ইসলাম। অপারেশন করেন, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক পরিচালক ও গাইনী বিশেষজ্ঞ ডাঃ তৌফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম সরদার, অবসর প্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সুদীপ বোস, ডাঃ উমর আলীসহ অন্যান্য চিকিৎসক ও কর্মচারী বৃন্দ। উল্লেখ্য, মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিমের আওতায় লক্ষ লক্ষ টাকা খরচ করে গর্ভবতি মায়েদের সিজারিয়ান করা হতো স্থানীয় একটি বেসরকারী ক্লিনিকে।
গত ২০১১ সালে ২৪ জুলাই সর্বশেষ এ হাসপাতালে অপারেশন করা হলেও অদৃশ্য কারনে দীর্ঘ ৬ বছর ধরে বন্ধ থাকে।