আব্দুল মালেকঃ
কুড়িগ্রামের উলিপুরে আরডিআরএস বাংলাদেশ রিড প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নির্দেশনা ও মূল্যায়ন বিষয়ক সঞ্জীবনী প্রশিক্ষণ শুরু হয়েছে। গত বুধবার ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় ও সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহযোগিতায় ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণ সংস্থার হলরুমে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আলী ইমরান।
রিডিং এ্যানহ্যান্সমেন্ট ফর এ্যাডভান্সিং ডেভেলপমেন্ট (রিড) প্রকল্পের টেকনিক্যাল অফিসার নির্মলেন্দু রায় ও ফরহাদ হোসেন প্রশিক্ষণে সহায়কের ভূমিকা পালন করেন। উলিপুর উপজেলার একশত ৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পঠন দক্ষতা উন্নয়নে কাজ করছে । শিক্ষকরা প্রশিক্ষণ পরবর্তীতে পড়তে শেখার ৫টি উপাদানের কৌশল প্রয়োগের মাধ্যমে তাদের স্ব-স্ব স্কুলের প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা বিষয় ক্লাসে পড়তে শেখার পাঁচটি উপাদান ধ্বনিসচেতনতা, বর্ণজ্ঞান, শব্দভান্ডার, সাবলীলতা ও বোধগম্যতার প্রয়োগ, সম্পূরক উপকরণের কার্যকর ব্যবহার, মূল্যায়ন, পাঠপরিকল্পনা তৈরি, শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধি বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।
উল্লেখ্য এ প্রকল্পের অধিনে কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলায় ২’শ ৬৪ জন শিক্ষককে পড়তে শেখার উন্নয়নে নির্দেশনা ও মূল্যায়ন বিষয়ক সঞ্জীবনী প্রশিক্ষণ প্রদান করা হবে।