মোহতাদিন আলম তৌফিকঃ টানা দুই দিনের বৃষ্টিতে কুড়িগ্রামের উলিপুর, রাজারহাট সহ প্রায় এলাকার জনজীবন বিপর্যস্ত। অত্র এলাকার খাল বিল ও পুকুর পানিতে কানায় কানায় পরিপূর্ণ। অধিকাংশ ফসলের খেত ও বাস্তাঘাট পানিতে ডুবে গেছে। ঘর থেকে বের হলে মনে হয় ফসলের খেতটি এখন বিশাল নদী, সমস্ত পুকুরের মাছ এখন ফসলের মাঠে।
এলাকার কিছু লোক বৃষ্টিতে ভিজে জাল কোচা ও বিভিন্ন ভাবে সেই মাছ ধরায় ব্যস্ত। অবিরাম বৃষ্টি ঝরছে ঘর থেকে বাইরে বের হওয়া যাচ্ছে না। এমন কি বাজারে লোকের সরাগম নেই। সকল লোকেই মনে হয় বন্দি জীবন যাপন করছে। কাজের জন্যে বাইরে যেতে না পারায় গরিব লোকেরা খুব কষ্টে দিন পার করতেছে। রাস্তা-ঘাটসহ নিচু এলাকার বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠেছে। সকাল থেকে রাস্তা ঘাট ছিল ফাঁকা।
উলিপুর ও রাজারহাটের লোকদের জনজীবন এভাবেই স্থবির হয়ে পড়েছে। বেশ কয়েক জায়গায় পানির কারণে দোকানপাট বন্ধ ছিল।