নিউজ ডেস্কঃ
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের রুপার খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ শনিবার সকাল ১১টায় বৃক্ষরোপন করে পরিবেশবাদী সংগঠন অরণ্য।
এসময় উপস্থিত ছিলেন রুপার খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল মান্নান বাবলু, প্রধান শিক্ষক সাজেদা বেগম, সহ: শিক্ষক আছয়াদুর রহমান, রোকেয়া হোসেন, আরফাতুন জান্নাত, জেসমিন নাহার, অরণ্য-এর সহ. সাধারণ সম্পাদক জরীফ উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক শাহিনুল ইসলাম লিটন সহ ওয়ারেছ আলী, মাসুম বিল্লাহ প্রমূখ।
সহ. সাধারণ সম্পাদক জরীফ উদ্দীন আমাদের প্রতিনিধিকে বলেন, ‘একটি করে গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই’ শ্লোগানে অরণ্যের অগ্রযাত্রা ২০১৬ সালে। এরপর আমাদের আর ফিরে তাকাতে হয়নি। আমরা প্রতিষ্ঠালগ্ন থেকে কুড়িগ্রামের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন ও বৃক্ষমেলা করেছি। আজ যানযায়গীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের আর একটি টিম বৃক্ষরোপন করছে। আমরা চাই বাসযোগ্য একটি সবুজ পৃথিবী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাজেদা বেগম বলেন, বৃক্ষগুলো রোপন এর মাধ্যমে আমাদের স্কুল প্রাঙ্গনের রুপ সৌন্দর্য অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। আশাকরি বৃক্ষগুলো বৃদ্ধি পেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সহায়ক ভুমিকা পালন করবে।