আব্দুল মালেক, উলিপুরঃ
উলিপুর উপজেলার ৮টি ইউনিয়নে ৩হাজার ২’শ বর্ন্যাত মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। অদ্য মঙ্গলবার উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ৬’শ ও বেগমগঞ্জ ইউনিয়নের ৪’শ ৫০ বন্যার্ত পরিবারের মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মোঃ ফিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান একরামুল হক খন্দকার, বুড়াবুড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহমান রানা, উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম ও বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স উলিপুরের সদস্যরা।
বুড়াবুড়ি ও বেগমগঞ্জ ইউনিয়ন ছাড়াও উপজেলার বজরা, গুনাইগাছ, থেতরাই, দলদলিয়া, হাতিয়া ও সাহেবের আলগা ইউনিয়নের ২ হাজার ১৫০ বর্ন্যাত পবিরারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।