নিউজ ডেস্কঃ
আলোচনা সভা ও ভিন্ন রকমের আয়োজনের মধ্য দিয়ে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উলিপুর ডট কম।। বৃহস্পতিবার (২৯ জুন) উলিপুর উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উলিপুর ডট কমের সম্পাদক রুপম রাজ্জাকের সভাপতিত্বে এবং সহ-সম্পাদক জরীফ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হায়দার আলী মিঞা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুড়িগ্রাম সমিতি ঢাকার মহাসচিব ও উলিপুর ডট কমের উপদেষ্টা সাইদুল আবেদিন ডলার, কুড়িগ্রাম ক্রীড়া সমিতি ও সীমান্ত কফি হাউজের প্রতিষ্ঠাতা জালাল হোসেন লাইজু, সিনিয়র সাংবাদিক ও ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক তৈয়বুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উলিপুর ডট কমের নির্বাহী সম্পাদক আব্দুস ছোবহান জুয়েল, ধরণীবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু, উলিপুর ডট কমের সহ-সম্পাদক শামস তৌফিক নিশান, মামুন রিপন, মাহাবুবার রহমান, নাসির উদ্দিন, অনিকেত মাসুম, নুর আমিন, রবিউল ইসলাম, শাহাদাত হোসেন শুভ, ওয়ারেছ আলী, তালাত মাহমুদ, আতিক মেসবাহ লগ্ন, নয়ন সরকার প্রমূখ।
অনুষ্ঠানে উলিপুর ডট কমের সম্পাদক রূপম রাজ্জাক “উলিপুর ও উলিপুর ডট কম (Ulipur.com) : একটি ডিজিটাল সংযুক্তি” শীর্ষক মুল প্রবন্ধ উপস্থাপন করেন এবং সেখানে উলিপুর ডট কমের সূচনা, প্রয়োজনীয়তা, বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনাসহ ডিজিটাল মাধ্যমের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন।
আলোচনা শেষে ভাওয়াইয়া সংগীতের বিশেষ অবদানের জন্য ভূপতি ভূষণ বর্মাকে ও প্রাথমিক শিক্ষায় ধারাবাহিক সাফল্যের জন্য খারিজা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয় (বুড়াবুড়ি, উলিপুর) কে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে উলিপুর ডট কমকে কিছু ফলজ গাছের চারা উপহার দেন পরিবেশ সংগঠন “অরণ্য” – এর কর্মকর্তাগণ।