জরীফ উদ্দীন:
উলিপুরে দুস্থ অসহায় শিক্ষার্থীদের এক মাসব্যাপী ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স এর সনদপত্র বিতরণ এবং ভূমি ও রেজিস্ট্রি সেবা মোবাইল অ্যাপস এর প্রতিষ্ঠাতাকে সম্মাননা প্রদান অনুষ্ঠান উপলক্ষে ১০জুন ২০১৭ খ্রি. উপজেলা পরিষদ হল রুমে রেজা কম্পিউটারের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম ছাড়াও বক্তব্য রাখেন ভূমি ও রেজিস্ট্রি সেবা মোবাইল অ্যাপস এর প্রতিষ্ঠাতা মো: শাহাজাহান আলী, রেজা কম্পিউটারের প্রতিষ্ঠাতা রেজাউল ইসলাম রেজা, রাশেদুল ইসলাম প্রমূখ।
বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয় এবং মো: শাহাজাহান আলীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
উল্লেখ গত ২৪ এপ্লিল ২০১৭ খ্রি. তারিখে কুড়িগ্রাম জেলাকে প্রযুক্তিখাতে এগিয়ে নিতে উলিপুরের আর.সি.আইটি ইনস্টিটিউট ৪০ জন দুস্থ ও অসহায় শিক্ষার্থীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেয়ার উদ্যেগ গ্রহণ করেন রেজা কম্পিউটার পরিচালিত আর.সি.আইটি ইনস্টিটিউট।