জরীফ উদ্দীন:
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ‘একটি করে গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই’ শ্লোগানকে প্রতিপাদ্য করে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমী, উলিপুর উপজেলায় শাখা প্রাঙ্গণে বৃক্ষ রোপন করে পরিবেশবাদী সংগঠন অরণ্য।
এ সময় উপস্থিত ছিলেন ধরণীবাড়ী ইউনিয়ন বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমী, উলিপুর উপজেলায় শাখার প্রতিষ্ঠাতা পরিচালক ভাওয়াইয়া ভাস্কর ভূপতি ভূষণ বর্মা, কছিম উদ্দিন লোকশিল্প সংগ্রহশালার পরিচালক সুজন রায়, আও এর সহ: সম্পাদক আশরাফুল ইসলাম, অরণ্যের সাংস্কৃতিক সম্পাদক শাহিনুল ইসলাম লিটন, সদস্য ওয়ারেছ আলী সহ অরণ্যের ও ভাওয়াইয়া একাডেমীর সদস্য ছাড়াও পরিবেশবাদী ব্যক্তিবর্গ।