আব্দুল মালেক:
উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের ‘উম্মুক্ত বাজেট’ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সম্ভাব্য বাজেট পেশ করা হয়েছে প্রায় ৩ কোটি টাকা। গত শনিবার দুপুর ২ টায় অত্র ইউপি’র হলরুমে প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ সরকারের সভাপতিত্বে সভায় ইউ,পি সচিব মো. সাইফুল হক এ বাজেট পেশ করেন।
এ বাজেটে ২ ধরনের তহবিলের মধ্যে নিজস্ব তহবিলে ১৬ লাক্ষ ৬১ হাজার ৫’শ টাকা এবং উন্নয়ন তহবিলে ২ কোটি ৮২ লাক্ষ ২২ হাজার ৭’শ ৬০ টাকা। বিভিন্ন খাতে মোট ২ কোটি ৯৮ লাক্ষ ২৩ হাজার ২’শ ৬০ টাকা দেখা হয়েছে। যা বাস্তবায়ন হলে ইউনিয়নে উন্নয়নের জোয়ার আসবে বলে নীতি নির্ধারকগণ মনে করেন।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দলদলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আতিয়ার রহমান মুন্সি,বিশেষ অতিথি অত্র ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্য বেগম ছামছুন্নাহার, সদস্য মো. রাজু আহম্মেদ, আমন্ত্রিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্বর্ণপদক প্রাপ্ত কৃতিছাত্র মো. আবু সুফিয়ান সম্রাট, সাংবাদিক ফয়জার রহমান রানু, আওয়ামীলীগ সভাপতি জাহিরুল ইসলাম মাষ্টার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ সরদার, এনজিও প্রতিনিধি জেসি ইয়াসমিন, জহুরুল আলম, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শামীম হোসেন, মুকুল মিয়া,প্রমুখ।
এ বাজেটটির সকল তথ্যাদি সংরক্ষিত থাকবে অত্র ইউনিয়নের ডিজিটাল সেন্টারে বলে জানা যায়।