নিউজ ডেস্কঃ
‘গণিত নিয়ে খেলা কর, বিশ্বটাকে জয় কর’ এই প্রতিপাদ্যে জাকজমকপূর্ণভাবে উলিপুরে পালন হয়েছে গণিত উৎসব। সুশাসনের জন্য নাগরিক (সুজন) উলিপুর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে দিনব্যাপি গণিত উৎসবের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় সংসদ সদস্য একে এম মাঈদুল ইসলাম।
গণিত উৎসবে উলিপুর উপজেলার ১৮টি বিদ্যালয়ের এক হাজার ১৫০ জন শিক্ষার্থী গণিত উৎসবে অংশ নেয়। গণিত উৎসবে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী ‘ক’ বিভাগে ৭০০ জন এবং ৯ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ‘খ’ বিভাগে ৪৫০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা ও গণিত উৎসবের আহবায়ক আব্দুর রব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, মেয়র তারিক আবুল আলা চৌধুরী, ইউএনও শফিকুল ইসলাম, ওসি এসকে আব্দুল্লাহ আল সাঈদ, উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, রংপুর মহানগর সুজনের সভাপতি সাবেক অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেনজু, এমএস স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আব্দুল কাদের, উলিপুর উপজেলা শাখা সুজনের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী প্রমুখ।
গণিতের লিখিত এক ঘন্টা পরীক্ষায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণী ছাত্র নাফিস ফুয়াদ নিলয় এবং এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র শিহাব সরকার শাওন।