‘একটি করে গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই’ শ্লোগানকে ধারণ করে ২৪ মে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরণীবাড়ী লতিফ রাজিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করে পরিবেশবাদী সংগঠন অরণ্য।
এ সময় উপস্থিত ছিলেন ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম ফুলু, অত্র মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল আজিজ, প্রভাষক আব্দুল কাদের, শিক্ষক মিজানুর রহমান সুজা, অরণ্য’র সহঃ সম্পাদক জরীফ উদ্দীন, অর্থ সম্পাদক মেহেদী হাসান মুন্না, প্রচার সম্পাদক সোহানুর রহমান সোহান, সহঃ প্রচার সম্পাদক মীর্জা জালাল, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান জনি, সদস্য শাহাদাত হোসেন শুভ ছাড়াও সমাজ কর্মী আশরাফুল ইসলাম রাসেল, রায়হান, জনি প্রমূখ পরিবেশবাদী ব্যক্তিবর্গ।
অরণ্য’র সহঃ সম্পাদকের কাছে জানতে পারি এক বছরে এক লক্ষ বৃক্ষ রোপন করার মিশনে ২০১৬ খ্রিঃ সংগঠনটি এক ঝাঁক তরুণ প্রতিষ্ঠা করে। সংগঠনটির বেশির ভাগ সদস্যই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত। এর আগে কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রেল স্টেশন ও রাস্তার দুধারে বৃক্ষরোপন করে এবং শিক্ষার্থী ও সাধারন মানুষের মাঝে বৃক্ষ বিতরন করে। এক বছর পূর্ণ হলে এর চেয়ে ব্যাপক কর্মসূচীর কথা জানান তিনি।