নিউজ ডেস্ক:
গতকাল বিকেল ৪ টায় উলিপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লটারির মাধ্যমে ৩শ ১৯ জন কৃষকের নাম বাছাই করা হয়। প্রতি কৃষক ১মেঃটন করে গম গুদামে সরাসরি গম বিক্রি করতে পারবেন।পান্ডুলের ১৭ জন,দুর্গাপুরে ২৫ জন,,ধামশ্রেণীতে ১৯ জন,উলিপুর পৌর ২০ জন,গুনাইগাছ ২০ জন,তবকপুরে ১৯ জন,বজরায় ৪০ জন,বুড়াবুড়িতে ২৪ জন,হাতিয়ায় ২৯ জন,ধরণীবাড়িতে ১৯ জন,দলদলিয়ায় ২৩ জন,থেতরাইয়ে ২৪ জন,বেগমগঞ্জে ১৯ জন ও সাহেবের আলগায় ১৭ জন কৃষকের নাম লটারী করে বাছাই করা হয়।এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভুমি) মর্তুজা আল মুইদ সহ রাজনৈতিক,সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে কৃষি অফিসের দেয়া কৃ্ষকের তালিকা থেকে প্রতি ৪০ জন কৃষকের মধ্যে ১জনের তালিকা বাছাই করা হয়।আগামি ৩০ শে জুনের মধ্যে নির্বাচিত কৃষকগণ ২৮ টাকা কেজি দরে গম বিক্রয় করার সুযোগ পাবেন।
উলিপুর খাদ্য গুদামে গম ক্রয় করের জন্য ৩শ ১৯ জন কৃষকের নাম বাছাই
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.