নিউজ ডেস্ক :
আজ সকাল ১১ টায় উলিপুর শহীদ মিনার চত্বরে পঁচা ধানগাছ হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করে উলিপুর প্রেসক্লাব ও রেল -নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি। মিছিলটি শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বড় মসজিদ মোড়ে এসে সমাবেশ করে ।
সমাবেশে বক্তরা বলেন, বুড়িতিস্তা নদী ভরাটসহ বাঁধ দেয়ায় পানি নিষ্কাষন না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বুড়িতিস্তা নদী দলখমুক্ত করতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয় নি । বুড়তিস্তা নদীর হাজার হাজার হেক্টর জমির বোরো ধান ক্ষেত তলিয়ে গিয়ে পঁচে যায়। ফলে শত শত কৃষক সর্বশান্ত হয়ে পড়েছে। ধার-দেনা করে আবাদ করে আজ কৃষকরা পথে বসেছে।তাই সরকারের কাছে ক্ষতিগ্রস্থ কৃষকদের পূর্ণবাসন করার দাবি জানায় ।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক এমএ মতিন, বিশিষ্ট সমাজসেবী সাজাদুর রহমান তালুকদার সাজু, উলিপুর পেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, সাংবাদিক পরিমল মজুমদার, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি,কুড়িগ্রাম জেলার কার্যকরী সদস্য অনিকেত মাসুম, উলিপুর উপজেলা সভাপতি আপন আলমগীর, সাধারণ-সম্পাদক নুর-আমিন, ছাত্রলীগ নেতা নাজমুল হুদা রুবেল, ছাত্রদল নেতা আবুল হাসনাত রাজীব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা প্রমূখ।