নিউজ ডেস্কঃ
উলিপুর ডট কমের উদ্যোগে “এলাকার উন্নয়নে অনলাইন মিডিয়ার ভূমিকা এবং আমাদের করণীয়” শীর্ষক প্রথম আলোচনা সভা আজ সকাল ১১ টায় দুর্গাপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা ডিজিটাল মাধ্যমের নানা ইতিবাচক দিক, নিজেদের অভিজ্ঞতা, সার্বিক সচেতনতা ও এলাকার উন্নয়নে অনলাইনের ব্যবহার বাড়ানোর ব্যাপারে আলোচনা করেছেন।
উলিপুর ডট কমের নির্বাহী সম্পাদক আঃ ছোবহান জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার। আলোচনা করেছেন কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক নমি নোমান, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবলু সরকার, দুর্গাপুর বাজার বনিক সমিতির সভাপতি নুরুজ্জামান সরকার, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাইদুল ইসলাম মুকুল, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক মঙ্গা, প্রভাষক রবিউল ইসলাম, উলিপুর ডট কমের সহ-সম্পাদক মাহাবুবার রহমান ও নাসির উদ্দিন, উলিপুর ডট কমের রিপোর্টার ওয়ারেস আলী, শাহিনুল ইসলাম ও আতিক মেসবাহ লগ্ন, ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা ফরিদ, শিক্ষক এরশাদুল হীরা, সমাজকর্মী নয়ন সরকার প্রমুখ।
বক্তারা উলিপুর ডট কমের এ ধরনের উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছেন এবং এর ধারাবাহিকতা রক্ষার ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।