এ.এস.জুয়েল:
বুড়ি তিস্তা রক্ষার দাবিতে আজ সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকাস্থ উলিপুর সমিতি । মানববন্ধন কর্মসূচিতে জাহিদুল ইসলাম জাহিদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর চেয়ারম্যান আবু নাসের খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক ড. আব্দুল মতিন, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সহ-সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির মহাসচিব মো: সাইদুল আবেদিন(ডলার), রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, কুড়িগ্রামের সহ-সমন্বয়ক আ:ছোবাহান জুয়েল, গণকমিটি ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন (স্বপন),প্রচার স্পাদক নাসির উদ্দিন,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর যুগ্ম মহাসচিব পুলক কুমার ঘটক প্রমুখ ।
বক্তারা বলেন, এই অঞ্চলের মানুষের জীবন- জীবিকা, কৃষি-বানিজ্য,যাতায়াত ইত্যাদি নানা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা বহনকারী এক সময়ের খরস্রোতা এই নদীটি আজ যথাযথ কর্তৃপক্ষের উদাসীনতা, দায়িত্বহীনতা ও একদল ভূমিদস্যুর আগ্রাসনের কবলে পড়ে মৃতপ্রায়। নদী রক্ষার দাবিতে বক্তারা ৪ টি দাবি তুলে ধরেন
১। অবিলম্বে বুড়িতিস্তা নদীর উৎসমুখ খনন করতে হবে।
২। বুড়িতিস্তা নদীর উৎসমুখে স্লুইচগেট পূণঃনির্মান করতে হবে।
৩। অবিলম্বে সকল অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বুড়িতিস্তা নদী দখলমুক্ত করতে হবে।
৪। নদীর তলদেশ খনন করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে হবে।