বুড়ি তিস্তার আকুতি
(প্রকৌ. রূপম রাজ্জাক)
স্বপ্ন চোঁখে স্বপ্ন বুনি
অথৈ জলে ভাসতে চাই
নামটি আমার বুড়ি তিস্তা
দু’কুল ভাসিয়ে চলতে চাই।
তোমরা হাসো, তোমরা কাঁদো
আমার চোঁখে বন্যা কই
রুগ্ন রুক্ষ বক্ষ আমার
আমি কি তোমার আপন নই।
তোমার শরীরে রক্ত যেমন
বইছে শিরা ধমনীতে
মরছি আমি পানি বিনে
পারছো না আমায় বাঁচিয়ে দিতে।