শাহাদত হোসেন (শুভ):
স্বপ্ন ছাড়া কেউ তার লক্ষে পৌঁছাতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ৪টি গোল্ড মেডেলসহ প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করার কৃতিত্ব অর্জনকারী উলিপুরের কৃতি সন্তান আবু সুফিয়ান সম্রাট গতকাল উলিপুর প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
গত বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় উলিপুর প্রেসক্লাব হল রুমে আবু সাঈদ সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম। উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ এস কে আব্দুল্লাহ আল সাইদ, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, কুড়িলা পবিস উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার বিপ্লব কুমার সরকার, কুড়িগ্রাম মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব এম ডি ফয়জার রহমান, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, বিশিষ্ট শিক্ষাবিদ দ্বিজেন্দ্র কুমার দেব, বিশিষ্ট সাংবাদিক পরিমল মজুমদার, তৈয়বুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন চাঁদ, উলিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস কবির রানু, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি, সুজন উলিপুর শাখার সদস্য সচিব নূরে আলম সিদ্দিক, প্রভাষক সম আল মামুন সবুজ, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, উলিপুর শাখার সভাপতি আপন আলমগীর, আবু সুফিয়ান সম্রাটের মা বেগম সামসুন্নাহার ও আবু সুফিয়ান সম্রাট।
উল্লেখ্য, আবু সুফিয়ান সম্রাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে জননেতা আব্দুর রাজ্জাক মেমোরিয়াল গোল্ড মেডেল-২০১৪, প্রফেসর ড. মোঃ মোস্তফা চৌধুরী গোল্ড মেডেল-২০১৪, ডক্টর জালাল আলমগীর মেমোরিয়াল গোল্ড মেডেল-২০১৫ ও বিচারপতি মোস্তফা কামাল গোল্ড মেডেল-২০১৫ সহ প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে উলিপুরের মানুষের মুখ উজ্জ্বল করেছেন। তিনি উলিপুর শতদল কিন্ডার গার্ডেন থেকে প্রাথমিক শিক্ষার পাঠ শুরু করেন। উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাশ করে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজে ষষ্ঠ শ্রেনিতে ভর্তি হয়ে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। গত ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ তার হাতে সম্মাননাপত্র ও গলায় মেডেল পড়িয়ে দেন।