”আমরা পথ থেকে পথে চলি শুধু, ধূষর বছর থেকে ধূষর বছরে” শ্লোগানকে ধারণ করে উলিপুরে সুপান্ত ৭ দিন ব্যাপী মেলার আয়োজন করেছে।
রবিবার (১৬ এপ্রিল) সন্ধা ৭টায় উলিপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে মেলা উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন করেন সাবেক এমপি আলহাজ্ব আমজাদ হোসেন তালুকদার।
সুপান্ত সভাপতি প্রভাষক মিজানুর রহমান বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হায়দার আলী মিঞা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মর্তুজা আল মুহিত, বাংলাদেশ আওয়ামীলীগ উলিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও শিল্পকলা একাডেমি উলিপুর উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক স.ম. আল মামুন সবুজ, উলিপুর প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকিমিটি, উলিপুর উপজেলা শাখার সভাপতি আপন আলমগীর সহ অনেকেই।
সাতদিনব্যাপী এ মেলায় প্রতিদিন চিরায়ত বাংলার ঐতিহ্যের ধারক বাউল, ভাটিয়ালি, জারি, সারি, ভাওয়াইয়া, লোক নাটক ও নৃত্য নাট্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হবে।
মেলাটি ষোলো বছরের বৈশাখী মেলা হিসেবে উলিপুরে বেশ পরিচিত। মেলায় ২০টির বেশি স্টল রয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা।