।। নিউজ ডেস্ক ।।
মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ সফলভাবে পালনের লক্ষ্যে কুড়িগ্রামে জাকের পার্টি যুব ফ্রন্টের কেন্দ্রীয় মিশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা জাকের পার্টি যুব ফ্রন্টের আয়োজনে নতুন রেল স্টেশন সংলগ্ন জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ব ফাতেহা শরীফ (১ মে) সফলভাবে পালনের জন্য মিশন প্রধান হিসেবে জাকের পার্টি যুব ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার মনতাজ আলী বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া মিশন সহকারী হিসেবে জাকের পার্টি যুব ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া স্বাপন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাকের পার্টি যুব ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের মিশন সদস্য রাজু আহমেদ মৃধা, রংপুর বিভাগীয় কমিটির সহ-সভাপতি পারভেজ ইমতিযাজ মেহেদী, কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি মশিউর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শান্ত এবং দপ্তর সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।
বক্তরা ফিলিস্তিনে নিরীহ মুসলিমদের ওপর চলমান গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়া, জাকের পার্টিকে ক্ষমতায় এনে দেশের উন্নয়ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের সমর্থন কামনা করা হয়।
সভার শেষে বিশ্ব ফাতেহা শরীফের তাৎপর্য ও জাকের পার্টি যুব ফ্রন্টের কেন্দ্রীয় মিশনের কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে প্রচারের জন্য জেলার নেতৃবৃন্দের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।