।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের যৌক্তিক ৬ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্র্যাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের রিট বাতিলসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয় এ সম্মেলনে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সভাকক্ষে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ-এর আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে ইলেকট্রনিক্স টেকনোলজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী শেখ মোঃ হারুন অর রশিদ বলেন, “পলিটেকনিক শিক্ষার্থীদের এই আন্দোলন কেবলমাত্র কারিগরি শিক্ষা খাতের সংস্কারের জন্য। আমাদের লক্ষ্য বাংলাদেশের সকল কারিগরি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে যৌক্তিক দাবি আদায় করা।”
তিনি আরও বলেন, “আমাদের ৬ দফা দাবি লাখো শিক্ষার্থীর আশা-ভরসার প্রতীক। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সরাসরি হস্তক্ষেপেই কেবল এই খাতের সংস্কার সম্ভব। আমরা তাঁর সাথে আলোচনায় আগ্রহী, যাতে আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষা নিশ্চিত করা যায়।”
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল বিভাগের সিফাত সরকার, সিফাতুল্ল্যাহ, মমিন মুত্তাক লিওন, মোতাসিম বিল্লাহ, এফএ পলিটেকনিক ইনস্টিটিউটের শাহরিয়ার আহমেদ, শাহজালাল ইসলাম শাকিল প্রমুখ। এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।