।। উপজেলা প্রতিনিধি ।।
ফুলবাড়ী উপজেলায় এক বিকাশ ব্যবসায়ীকে ছুরি ঠেকিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই করেছে দুষ্কৃতীরা। শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ফুলবাড়ী-বালারহাট সড়কে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার তাজুল ইসলাম (৩২) নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের আফজাল হোসেনের ছেলে এবং বালারহাট বাজারের ‘তিন্নি স্টোর’ নামের একটি বিকাশ দোকানের মালিক।
সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করে তাজুল ইসলাম ক্যাশের আড়াই লাখ টাকা একটি ব্যাগে ভরে বাড়ি ফিরছিলেন। পৌনে ১১টার দিকে বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে পৌঁছালে অন্ধকারে লুকিয়ে থাকা তিন অপরিচিত যুবক তার গলায় ও বুকে ছুরি ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাজুল চিৎকার করলে তারা তার মুখে মাটি ও বালু ঢুকিয়ে দিয়ে জোরপূর্বক ব্যাগ ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ধস্তাধস্তিতে তাজুলের গলা ও হাতে ছুরির আঘাত লাগে। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলেও দুষ্কৃতীরা অন্ধকারে মিশে যায়।
আহত তাজুল ইসলাম জানান, “হঠাৎ তিন অপরিচিত লোক ছুরি নিয়ে আমাকে আক্রমণ করে। আমি চিৎকার করলে তারা আমার মুখে মাটি ও বালু ঢুকিয়ে দেয়। বাধ্য হয়ে টাকার ব্যাগ ছেড়ে দিতে হয়। ব্যাগে আড়াই লাখ টাকার বেশি ছিল। পরে ফুলবাড়ী থানায় গিয়ে অভিযোগ করি।”
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”