।। টেক ডেস্ক ।।
হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণে একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেছে মেটা। এই ত্রুটির মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীদের শেয়ার করা ছবি বা ফাইলের সুযোগ নিয়ে তাদের ডিভাইসে দূর থেকে প্রবেশ করতে পারে। ঝুঁকি এড়াতে জরুরিভিত্তিতে আপডেট জারি করেছে হোয়াটসঅ্যাপ।
মেটা জানিয়েছে, এই নিরাপত্তা ত্রুটিতে একটি ‘স্পুফিং সমস্যা’ রয়েছে, যার মাধ্যমে সাইবার অপরাধীরা ক্ষতিকর অ্যাটাচমেন্ট পাঠিয়ে ব্যবহারকারীর ডিভাইসে ম্যালওয়্যার চালাতে পারে। বিশেষ করে উইন্ডোজের জন্য তৈরি হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণ এই ঝুঁকির মুখে। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারী যদি পিসিতে কোনো ক্ষতিকর ফাইল খোলেন, তাৎক্ষণিকভাবে সেটি সক্রিয় হয়ে যেতে পারে।
হোয়াটসঅ্যাপের ‘সিকিউরিটি অ্যাডভাইসারি’তে সতর্ক করে বলা হয়েছে, “অ্যাটাচমেন্ট ম্যানুয়ালি খোলার সময় ব্যবহারকারী ভুলবশত ফাইল দেখার বদলে ক্ষতিকর কোড চালু করে দিতে পারেন।” তবে এখন পর্যন্ত মেটার কাছে কোনো ব্যবহারকারী এই ঝুঁকির শিকার হয়েছেন বলে রিপোর্ট করা হয়নি।
নিরাপত্তা বিশেষজ্ঞরা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অপরিচিত ছবি, ফাইল বা গ্রুপ চ্যাটে শেয়ার করা লিংক খোলার ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।
সাইবারস্মার্ট-এর জ্যেষ্ঠ সাইবার নিরাপত্তা পরামর্শক অ্যাডাম পিলটন বলেন, “অনেকেই এমন গ্রুপের সদস্য যেখানে ছবি শেয়ার করা নিয়মিত ঘটনা। কিন্তু এখানেই বিপদ লুকিয়ে আছে। যদি কোনো হ্যাকার আপনার বিশ্বস্ত কারো অ্যাকাউন্ট থেকে বা গ্রুপে ক্ষতিকর ছবি শেয়ার করে, তাহলে আপনি বা অন্য সদস্যরা অজান্তেই ম্যালওয়্যার চালু করে দিতে পারেন।”
মেটার ‘বাগ বাউন্টি’ প্রোগ্রামের মাধ্যমে এই ত্রুটি রিপোর্ট করা হয়েছে। এটি হ্যাকারদের ক্ষতিকর অ্যাটাচমেন্টের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর একটি ধারাবাহিক কৌশলের অংশ। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সনিকওয়াল-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে এ ধরনের ম্যালওয়্যার আক্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
কী করবেন ব্যবহারকারীরা?
* হোয়াটসঅ্যাপের সর্বশেষ ডেস্কটপ সংস্করণে আপডেট করুন।
* অপরিচিত বা সন্দেহজনক অ্যাটাচমেন্ট ও লিংক এড়িয়ে চলুন।
* গ্রুপ চ্যাটে শেয়ার করা ফাইল খোলার আগে নিশ্চিত হয়ে নিন।