।। উপজেলা প্রতিনিধি ।।
কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানের সাথে চিলমারী সাংবাদিক ফোরামের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ) দুপুরে চিলমারী সাংবাদিক ফোরামের কার্যালয়ে এ আলোচনা হয়। সভায় চিলমারীর সার্বিক নিরাপত্তা, নদী ও সড়ক পথে টহল বৃদ্ধি এবং সাংবাদিকদের সাথে সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার আলচোনায় নদী ও চিলমারী-হরিপুর সড়ক সেতুতে পুলিশি টহল বাড়ানো ও নদী এলাকায় ড্রোন ক্যামেরা চালুর প্রস্তাব রাখা হয়।
সম্প্রতি চিলমারী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম সাদ্দামের মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনায় পুলিশ সুপার দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সাংবাদিকদের সাথে সহযোগিতার আশ্বাস দেন।
সভায় ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহফুজার রহমান মঞ্জু, ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাদ্দাম, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রাফি, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হক প্রমুখ।
পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান সাংবাদিকদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। এ সময় চিলমারীর উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের পরামর্শও নেওয়া হয়।
সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম সাদ্দামের মোবাইল ফোন জব্দের ঘটনায় পুলিশ সুপার তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করে বলেন, “এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে, সে জন্য সংশ্লিষ্টদের সচেতন করা হবে। সাংবাদিকরা সমাজের আয়না, তাদের কাজে বাধা দেওয়া কাম্য নয়।”