।। টেক ডেস্ক ।।
ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে অনেক ব্যবহারকারী ব্যাটারি সেভার বা লো-পাওয়ার মোড চালু রাখেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই মোডটি সর্বদা চালু রাখলে ফোনের কার্যক্ষমতা কমে যায় এবং ব্যবহারে নানা বাধার সৃষ্টি করে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেকইউজঅফ এর প্রতিবেদনে এমন কয়েকটি সমস্যার কথা তুলে ধরা হয়েছে।
ব্যাটারি সেভার মোড চালু থাকলে ফোনের প্রসেসিং ক্ষমতা কমিয়ে দেওয়া হয়, যার ফলে অ্যাপগুলো ধীরে কাজ করে। সাধারণ টেক্সট বা ব্রাউজিংয়ের সময় এটি তেমন চোখে না পড়লেও ভারী অ্যাপ, গেমিং বা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে সমস্যা প্রকট হয়। বিশেষ করে গেমিংয়ের সময় ফ্রেম রেট ও রেসপন্স টাইম কমে যাওয়ায় ব্যবহারকারীরা অসুবিধার সম্মুখীন হন।
অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ড প্রক্রিয়াকরণের ওপর নির্ভর করে, যেমন রিয়েল-টাইম আপডেট, ডেটা সিঙ্ক বা নোটিফিকেশন। ব্যাটারি সেভার মোড এই প্রক্রিয়াগুলোকে সীমিত করে দেয়। ফলে:
➢ মিউজিক বা ভিডিও স্ট্রিমিং অ্যাপ হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে।
➢ জিপিএস বা নেভিগেশন অ্যাপ সঠিক লোকেশন আপডেট করতে পারে না।
➢ ইমেইল বা মেসেজিং অ্যাপে নতুন নোটিফিকেশন দেরিতে আসে বা আসেই না।
এই মোডের সবচেয়ে বড় অসুবিধা হলো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন মিস হওয়া। ইমেইল, মেসেজ বা ডেলিভারি আপডেটের মতো তথ্য ব্যবহারকারীর কাছে পৌঁছাতে দেরি হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সারাক্ষণ ব্যাটারি সেভার মোড চালু রাখার চেয়ে নিচের উপায়গুলো বেশি কার্যকর:
➢ স্ক্রিনের ব্রাইটনেস কম রাখা।
➢ অপ্রয়োজনীয় ওয়াই-ফাই, ব্লুটুথ বা লোকেশন সার্ভিস বন্ধ রাখা।
➢ ব্যাকগ্রাউন্ডে চলা অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করা।
স্মার্টফোনের আধুনিক অপটিমাইজেশন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে শক্তি সাশ্রয় করে, তাই প্রয়োজন ছাড়া সার্বক্ষণিক লো-পাওয়ার মোড ব্যবহার না করাই উত্তম।
সূত্রঃ টেকজুম।