।। উপজেলা প্রতিনিধি।।
ফুলবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগী ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ অনুযায়ী, অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান (৬০) দীর্ঘদিন ধরে প্রতিবেশী ও ভাই-ভাগীদের সঙ্গে জমি নিয়ে বিরোধে জড়িত। গত ৩০ ফেব্রুয়ারি ২০২২ সালে অবসর গ্রহণের পর থেকে তিনি বালারহাট দাখিল মাদ্রাসা সংলগ্ন নিজ বাড়িতে বসবাস করছিলেন। তবে বিরোধের জেরে রাতে অজ্ঞাত আসামিরা তার বাড়ির দরজা-জানালার থাই গ্লাস ভেঙে ক্ষতি সাধন করে। এতে প্রায় ২০ হাজার টাকার财物 ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, “অভিযোগ পাওয়ার পর স্থানীয় পুলিশ তদন্তে গেছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”