।। উপজেলা প্রতিনিধি ।।
গাজায় ইসরায়েলের বর্বর হামলা বন্ধ ও ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে “বাঁচাও ফিলিস্তিন, বাঁচাও গাজা” স্লোগানকে কেন্দ্র করে এ কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাদ আসর ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জামতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করেন।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল গাজায় স্কুল, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসামরিক আশ্রয়কেন্দ্রে নির্বিচারে হামলা চালিয়ে নারী ও শিশুসহ শতাধিক নিরীহ মানুষকে হত্যা করছে। এই নৃশংসতা বিশ্ব শান্তির জন্য হুমকি এবং মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। তারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।
ইসলামি যুব আন্দোলনের নেতৃত্বে অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের ভূরুঙ্গামারী শাখার সভাপতি মাওলানা মুসলিম উদ্দিন আনছারি, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শাহ-আলম আল আজাদ, ইসলামি আন্দোলন বাংলাদেশের ভূরুঙ্গামারী শাখার সভাপতি মুফতি ওমর ফারুক ফারুকী, সেক্রেটারি মুফতি এস এম মনিরুজ্জামান এবং ভূরুঙ্গামারী কওমী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান কাসেমী প্রমুখ।
//নিউজ/ভূরুঙ্গামারী//মাইদুল/এপ্রিল/১০/২৫