।। নিউজ ডেস্ক ।।
আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে এসএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ মে, এরপর ১৫ থেকে ২২ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যার মধ্যে ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন ছাত্র এবং ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন ছাত্রী রয়েছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী সংখ্যা প্রায় এক লাখ কম। ২০২৪ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল।
সারা দেশে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শুরুর আগেই শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষার কমপক্ষে ৩০ মিনিট আগে হলে প্রবেশ করতে হবে। কোনোভাবেই মুঠোফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না।
এছাড়া, প্রশ্নপত্র ফাঁস বা নকলের চেষ্টা রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব প্ল্যাটফর্মে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এবং এসএসসি পরীক্ষা নীতিমালা অনুযায়ী অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পরীক্ষাকেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করেছে। পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য কারও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।