।। উপজেলা প্রতিনিধি ।।
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও সাংবাদিক হত্যার বিরুদ্ধে প্রতিবাদে চিলমারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চিলমারী সাংবাদিক ফোরামের আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভকারীরা “গাজায় গণহত্যা বন্ধ কর” ও “সাংবাদিক হত্যা বন্ধ কর” স্লোগান দিয়ে ফোরাম কার্যালয় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার পাম্পের মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তারা গাজায় চলমান সহিংসতা বন্ধ ও মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। এসময় বক্তব্য দেন চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাদ্দাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান, বন্দর প্রেস ক্লাব সভাপতি ফাহমিদুল হক বুলেট, ফোরাম সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিলমারী প্রতিনিধি মেহেদী হাসান শান্ত এবং চিলমারী হাফেজ কল্যাণ সংস্থার সভাপতি হাফেজ ইউসুফ আলী প্রমুখ।