।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুর উপজেলায় এক দিনমজুরের ঘরে কয়েলের আগুন লাগায় তিনটি ঘরসহ প্রায় দেড় লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে থেতরাই ইউনিয়নের রামপ্রসাদ হাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আম্বার হোসেনের পুত্র হোসেন আলী রাতে গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে রাখেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে হঠাৎ কয়েলের স্পর্শে গোয়ালঘরে আগুন ধরে যায় এবং তা দ্রুত বাড়ির অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে গোয়ালঘর, বসতঘর, আসবাবপত্র, ধান ও চালসহ মূল্যবান সামগ্রী পুড়ে ধ্বংস হয়ে যায়।
দগ্ধ হওয়া দিনমজুর হোসেন আলী জানান, এ ঘটনায় তার পরিবারের প্রায় দেড় লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে। তিনি এখন মানবেতর জীবনযাপন করছেন।
উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্বাস আলী বলেন, সংবাদ পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের অসতর্ক ব্যবহারই এ বিপর্যয়ের কারণ। ক্ষয়ক্ষতি নিরূপণ ও ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে তিনি জানান।