।। টেক ডেস্ক ।।
কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা জোরদারে ফ্যামিলি পেয়ারিং টুলে নতুন কিছু সুবিধা যোগ করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। এ সুবিধার মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানদের টিকটক ব্যবহার আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকটক এ ঘোষণা দেয়।
টিকটকের ফ্যামিলি পেয়ারিং টুলে যুক্ত হয়েছে ‘টাইম অ্যাওয়ে’ নামের একটি বৈশিষ্ট্য, যার সাহায্যে অভিভাবকরা নির্দিষ্ট সময়ে অ্যাপ ব্যবহার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করতে পারবেন। এ ছাড়া, সন্তানদের অ্যাকাউন্ট কার্যক্রম মনিটরিংয়ের সুযোগও পাবেন অভিভাবকরা। যেমন—কোন কোন অ্যাকাউন্ট তারা ফলো করছে বা কারা তাদের ফলো করছে, তা জানা যাবে এই টুলের মাধ্যমে।
এ বিষয়ে টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, “ব্যবহারকারীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ফ্যামিলি পেয়ারিংয়ের এই আপডেট কিশোর-কিশোরীদের জন্য স্বাস্থ্যকর ডিজিটাল অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে। আমরা নিরাপদ ও ইতিবাচক অনলাইন পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছি।”
টিকটক শিগগিরই চালু করতে যাচ্ছে ‘প্রোঅ্যাকটিভ রিপোর্টিং অ্যালার্ট’ এবং ‘উইন্ড-ডাউন’ নামের দুটি নতুন ফিচার। প্রথমটির মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানদের রিপোর্ট করা ভিডিওগুলোর তালিকা দেখতে পারবেন, এমনকি ফ্যামিলি পেয়ারিং টুল ব্যবহার না করলেও। অন্যদিকে, ‘উইন্ড-ডাউন’ ফিচারে রাত ১০টার পর টিকটক ব্যবহার করলে কিশোর-কিশোরীদের স্ক্রিনে একটি রিমাইন্ডার প্রদর্শিত হবে, যা তাদের অত্যধিক স্ক্রিন টাইম কমাতে উৎসাহিত করবে।
সূত্রঃ প্রথম আলো।