।। উপজেলা প্রতিনিধি ।।
রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ কুড়ারপাড় গ্রামে খড়ের ঢিবির আগুনে পুড়ে দুই ভাই-বোন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন ৭ বছর বয়সী হাসিমনি ও তার ১০ মাসের ভাই ফরহাদ। ঘটনাটি গত শনিবার ঘটলেও চার দিন পরও তাদের অবস্থার উন্নতি হয়নি।
জানা গেছে, শিশু দুটি বাড়ির উঠানে খেলার সময় খড়ের ঢিবির আগুনে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকার বার্ণ ইউনিটে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশু দুটির শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় ইউপি সদস্য ফকরুল ইসলাম হিরা জানান, হামিদুল ইসলামের পরিবার বাড়ির উঠানে রাখা খড়ের ঢিবি পোড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বার্ণ ইউনিটের চিকিৎসকরা শিশু দুটির পরিবারকে তাদের গুরুতর অবস্থা সম্পর্কে অবহিত করেছেন। এখনও তাদের জীবন-মরণ সংকট কাটেনি বলে জানা গেছে।