।। নিউজ ডেস্ক।।
উলিপুরে তরুণ শিক্ষার্থীদের সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে দুদিনব্যাপী অনুপ্রেরণামূলক সেমিনার অনুষ্ঠিত। সেনাবাহিনীর রংপুর অঞ্চল-৬৬ পদাতিক ডিভিশনের একটি ইউনিটের আয়োজনে মঙ্গলবার (০৮ এপ্রিল) সকালে উলিপুর উপজেলা মিলনায়তনে এই সেমিনারের প্রথম দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলমসহ স্থানীয় শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেমিনারে আলোচকরা বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করা গর্বের। এই বাহিনীতে যোগদানের জন্য প্রয়োজন শারীরিক ও মানসিক দক্ষতা, অধ্যবসায় এবং দেশপ্রেম। এখানে যোগ দিতে কোনো প্রকার টাকা-পয়সার প্রয়োজন হয় না।”
উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির প্রায় ৬০০ শিক্ষার্থী এই সেমিনারে অংশ নেয়। মেধাবী শিক্ষার্থীদের প্রথম শ্রেণির গেজেটেড অফিসার হিসেবে সেনাবাহিনীতে যোগদানের জন্য প্রস্তুতিমূলক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দেওয়া হয়।
সেমিনারের দ্বিতীয় দিন ০৯ এপ্রিল সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। এদিন কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার ১২০০ শিক্ষার্থীকে সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার বিষয়ে পরামর্শ ও উৎসাহ দেওয়া হবে।