মোঃ শাহাদত হোসেন শুভ, উলিপুরঃ
আজ যেন বাঙালীর প্রানের মিলন মেলা, আজ বাংলা বছরের প্রথম দিন। এই দিনটিকে ঘিরে বাংলাদেশ নানা রঙ্গে সাজে, সবাই মিলে মেতে উঠে প্রানের উৎসবে। তেমনি উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ মাঠে বর্নীল সাজে সেজেছে উলিপুরের মানুষজন।
পহেলা বৈশাখে সব কিছু ভালোভাবে সূচনা করার অভিপ্রায় নিয়ে গ্রাম-শহর সব জায়গায় ধনী-গরিব সবার মাঝে একটা উৎসবের আমেজ থাকে। ঈদের পরই নিম্নবিত্তদের জামা নেবার আরেকটা উৎসব এই বাংলা নববর্ষ। বড় শহরের ফুটপাথ থেকে শুরু করে বড় বড় শপিংমলগুলোতে বৈশাখে ব্যাপক কেনাবেচা হয়। আর উচ্চবিত্তদের ঘিরে বড় বড় ফ্যাশন হাউসগুলোর ব্যবসাও জমে উঠে নববর্ষকে ঘিরে। ছোট পরিসরে হলেও এসব কিছুরই প্রতিফলন ঘটে আমাদের উলিপুরে।
সকালে উলিপুর এম এস স্কুল মাঠ থেকে উপজেলা নির্বাহী অফিসারের তত্বাবধানে এক বর্ণাঢ্য র্যালী বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার এম এস স্কুলে এসে শেষ হয়। দুপুরে উপজেলার বিভিন্ন স্কুলের অংশগ্রহনে মনোমুগ্ধকর এক সাংস্কতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।