।। উপজেলা প্রতিনিধি।।
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান অষ্টমী পুণ্যস্নান চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে সম্পন্ন হয়েছে। চৈত্র মাসের অষ্টমী তিথিতে ভোর ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। এবারও লাখো ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নিয়ে পাপ মোচনের আশায় ব্রহ্মপুত্রের পবিত্র জলে ডুব দেন।
রমনা বন্দর থেকে পুটিকাটা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার নদতীরজুড়ে অষ্টমী স্নান ও মেলার আয়োজন করা হয়। রংপুর বিভাগের ৮ জেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীরা স্নানের একদিন আগেই চিলমারীতে জড়ো হন। তাদের থাকার ব্যবস্থা হিসেবে উপজেলার ২২টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়। এছাড়াও স্নান পরবর্তী সময়ে পোশাক পরিবর্তন ও রাত্রীযাপনের জন্য ৪৪টি অস্থায়ী বুথ স্থাপন করা হয়।
প্রায় দুই শতাধিক পূজারি এ উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ১৮১ জন সদস্য, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
এবারের স্নান উৎসবে অংশগ্রহণকারীদের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়েছে বলে আয়োজকরা জানান। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে অষ্টমী স্নান সম্পন্ন হয়।