।। উপজেলা প্রতিনিধি।।
ভূরুঙ্গামারী উপজেলা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ সালেকুর রহমান এবং স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল হককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সালেকুর রহমান ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আমজাদ হোসেনের পুত্র। অন্যদিকে, আব্দুল হক চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ভেল্লিকুড়ি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার এক মামলায় সালেকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। একইভাবে, ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারির একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় আব্দুল হককে আটক করা হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃত দুইজনকে শুক্রবার আদালতে হাজির করা হয়েছে।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় নতুনহাট বাজার এলাকা থেকে আব্দুল হককে এবং শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভূরুঙ্গামারী বাজার থেকে সালেকুর রহমানকে আটক করে পুলিশ।