।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর ভগবতীপুর ও নাগেশ্বরী উপজেলার চর নুন খাওয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সরকারি বিদ্যালয়ের বেঞ্চ বিয়ের বাড়িতে ভাড়া দেওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল বুধবার (২ এপ্রিল) বিকেল থেকে আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর পর্যন্ত দুই গ্রামে অচলাবস্থা বিরাজ করছে।
সূত্রে জানা গেছে, চর ভগবতীপুর গ্রামের ঝুনকার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪০-৪৫টি বেঞ্চ নাগেশ্বরী উপজেলার চর নুন খাওয়া গ্রামের আফজাল হোসেনের পুত্র আশিকুর রহমানের বিয়ের বাড়িতে ৫০০ টাকা ভাড়ায় সরবরাহ করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
এটি প্রথমবার নয় যে বিদ্যালয়ের বেঞ্চ ব্যবহার নিয়ে দুই গ্রামের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এর আগেও একই কারণে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছিল। এবারও বেঞ্চ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
চর ভগবতীপুরের বাসিন্দা মোজাহার আলী বলেন, “এর আগেও বেঞ্চ ব্যবহার নিয়ে মারামারি হয়েছে। এখন আবার সরকারি জিনিস ভাড়া দেওয়া হচ্ছে। এটি সম্পূর্ণ অনৈতিক।”
অন্যদিকে, নুন খাওয়া গ্রামের আফজাল হোসেন দাবি করেন, “আমি স্থানীয় মেম্বারকে জানিয়েছি। বিয়ের পরে তাকে ৪০০-৫০০ টাকা দেওয়া হবে।”
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. রেজাউল করিম বলেন, “টাকা নেওয়ার কোনো বিষয় নেই। আমি বিদ্যালয়ের জমিদাতা, গরিব পরিবারকে সহযোগিতা করার জন্য মানবিক কারণে বেঞ্চ দেওয়া হয়েছে।”
ইউপি সদস্য মো. রায়হান আলী বলেন, “আমি বিষয়টি জানতাম না। তিন দিন আগে কথা হয়েছিল, তবে সভাপতিকে জানাতে বলেছিলাম।”
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী বলেন, “সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের বেঞ্চ ব্যক্তিগত কাজে ব্যবহার নিষিদ্ধ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
//নিউজ/কুড়িগ্রাম//সুজন/এপ্রিল/০৩/২৫