।। উপজেলা প্রতিনিধি ।।
ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীর চরে বালুচাপা দেওয়া এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকার চরে স্থানীয় কৃষকরা লাশটি দেখতে পায়।
ওই সময় লাশটির শুধু দুটি পা বালুর বাইরে দেখা যাচ্ছিল, বাকি অংশ মাটি ও বালু দিয়ে ঢাকা ছিল। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ফুলবাড়ী থানার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। লাশের খবর ছড়িয়ে পড়ার পর শতাধিক উৎসুক জনতা ঘটনাস্থলে জড়ো হয়। পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত ও তদন্তের মাধ্যমে ঘটনার কারণ ও লাশের পরিচয় নির্ণয় করার চেষ্টা করছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, ফুলবাড়ী ধরলা সেতু থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে বালুর চরে লাশটি পাওয়া যায়। লাশের পরিচয় শনাক্ত করতে না পারায় রংপুর পুলিশের ক্রাইম টিমকে সহায়তা চাওয়া হয়েছে। ক্রাইম টিমের তত্ত্বাবধানে লাশ উত্তোলন করা হবে বলে জানান তিনি।