।। উপজেলা প্রতিনিধি ।।
৮ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। ঘটনাটি গত ২৩ মার্চ সোনাহাট ইউনিয়নের উত্তর ভরতেরছড়া গ্রামে ঘটে।
শিশুটির পরিবারের সূত্রে জানা যায়, ওইদিন দুপুর আনুমানিক ১টার দিকে শিশুটি বাড়ির সামনের জমিতে ঘাস কাটতে গেলে প্রতিবেশী সাঈম (৫২) তাকে নির্জন স্থানে নিয়ে যায়। ঘাস কাটার কৌশল শেখানোর অজুহাতে শিশুটিকে সামনে বসিয়ে পিছন থেকে তার জামা-কাপড় খোলার চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে ও প্রতিরোধ গড়ে তুললে সাঈম পালিয়ে যায়। পরে গ্রামবাসীরা ছেঁড়া জামা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।
ঘটনাটি জানার পর ভুক্তভোগীর মা ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করেন। পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ও থানার অফিসার ইনচার্জ মোঃ আল-হেলাল মাহমুদের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ ২৪ মার্চ অভিযুক্ত সাঈমকে গ্রেফতার করেন।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আল-হেলাল মাহমুদ বলেন, “নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা কঠোর অবস্থান নিয়েছি। এই মামলার তদন্ত দ্রুততম সময়ে শেষ করে বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে।”
//নিউজ/ভূরুঙ্গামারী//মাইদুল/মার্চ/২৫/২৫