।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারী উপজেলার স্বল্প আয়ের ১৮ হাজারেরও বেশি পরিবার টিসিবির পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন। স্মার্টকার্ড সংক্রান্ত জটিলতার কারণে গত তিন মাস ধরে পণ্য বিতরণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। রমজান মাস শেষ হওয়ার পথে থাকলেও এসব পরিবারের দুঃখ-কষ্টের অবসান হচ্ছে না।
ডিলাররা জানান, স্মার্টকার্ডের তালিকা নিয়ে বিতর্ক ও প্রক্রিয়াজাতকরণে বিলম্বের কারণে পণ্য বিতরণ বন্ধ রয়েছে। অনেক ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী ও চাকরিজীবীরা সুবিধা পাচ্ছেন, অথচ প্রকৃত দরিদ্র পরিবারগুলো বাদ পড়ছে। স্থানীয়রা অভিযোগ করছেন, ইউনিয়ন পর্যায়ে তালিকা প্রণয়নে অনিয়ম হয়েছে।
চিলমারী উপজেলার ৬টি ইউনিয়নে মোট ১৮,৫৪৮টি পরিবার টিসিবির তালিকাভুক্ত। এর মধ্যে থানাহাট ইউনিয়ন: ৫,৩১০ পরিবার, রমনা মডেল ইউনিয়ন: ৩,৬০৮ পরিবার, রানীগঞ্জ ইউনিয়ন: ২,৫১৩ পরিবার, চিলমারী ইউনিয়ন: ১,৭৮১ পরিবার, নয়ারহাট ইউনিয়ন: ২,১০৩ পরিবার, অষ্টমীরচর ইউনিয়ন: ৩,২৩৩ পরিবার। এসব পরিবারের জন্য ১০ জন ডিলার নিযুক্ত থাকলেও, স্মার্টকার্ড ইস্যুতে পণ্য বিতরণ স্থবির। সরকারি নির্দেশনা অনুযায়ী ৮,১০৭টি স্মার্টকার্ড বরাদ্দ হলেও অনেকের কাছে তা পৌঁছায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, টিসিবির পণ্য না পাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। রমজানেও সহায়তা না পেয়ে তারা হতাশ। তাদের দাবি, তালিকা পুনর্বিন্যাস করে প্রকৃত দরিদ্রদের সুবিধা নিশ্চিত করতে হবে।
টিসিবি ডিলার কামরুল হাসান (মেসার্স জিয়া কমিনিকেশন ট্রেডার্স) বলেন, “স্মার্টকার্ড ইস্যু সমাধান না হওয়ায় জানুয়ারি ও ফেব্রুয়ারির পণ্য দেওয়া যায়নি। মার্চে যাদের কার্ড এসেছে, তারা পাবেন।” অপর ডিলার ইমতিয়াজ হোসেন যোগ করেন, “চূড়ান্ত তালিকা না পেলে পণ্য ডেলিভারি সম্ভব নয়।”
উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক আশ্বস্ত করেন, “আবেদন প্রক্রিয়া দেরিতে শুরু হওয়ায় সমস্যা হয়েছে, তবে দ্রুত সমাধান হবে।”
//নিউজ/চিলমারী//সোহেল/মার্চ/২৪/২৫