।। নিউজ ডেস্ক ।।
নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় এক মর্মান্তিক ঘটনায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের রুবেল ফকিরের মেয়ে রিয়া মণি (৪) এবং একই ইউনিয়নের চরবালাবাড়ি গ্রামের রাসেল মিয়ার ছেলে আতিকুর রহমান (৫)। তারা মামাতো-ফুফাতো ভাই–বোন। রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে।
রিয়া মণির দাদা শামসুল ফকির জানান, আতিকুর রহমান দুপুরে তার দাদার সাথে ফুফুর বাড়িতে বেড়াতে আসে। পরে সে তার ফুফাতো বোন রিয়া মণির সাথে বাড়ির সবার অজান্তে খেলতে বের হয়। খেলতে খেলতে তারা বাড়ির পাশের খালে পড়ে যায় এবং দুর্ভাগ্যবশত পানিতে ডুবে মারা যায়।
রিয়া মণির ফুপা ইছামুদ্দিন বলেন, দুপুরের পর থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি করতে থাকেন। পরে সন্ধ্যায় বাড়ির পাশের খালে তাদের ভাসতে দেখা যায়। উদ্ধারকারীরা মৃত্যু অবস্থায় তাদের লাশ উদ্ধার করে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।