।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারী উপজেলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাশ করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) সকাল ১১টায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ চিলমারীর আয়োজনে উপজেলা পরিষদ প্রধান সড়কে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ চিলমারীর প্রধান উপদেষ্টা ডাঃ হাফেজ ইউসুফ আলী, সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজার রহমান মুকুল, মোঃ আশিকুল ইসলাম, মাওলানা আলী আকবর ও মাওলানা আতিকুর রহমানসহ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষকবৃন্দ। বক্তারা তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা তাদের ন্যায্য দাবি পূরণের জন্য জোরালো আহ্বান জানান।