।। উপজেলা প্রতিনিধি ।।
নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত একটি মক্তবের অফিস কক্ষ থেকে ভিজিএফ’র ৩ হাজার ৮০০ কেজি চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। শনিবার দুপুরে স্থানীয় জনতা চালের এই মজুদ আটক করে প্রশাসনকে তথ্য দিলে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে চাল উদ্ধার করা হয়।
অভিযোগ উঠেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ’র এই চাল দরিদ্রদের মধ্যে ১০ কেজি করে বিতরণের কথা থাকলেও তা সঠিকভাবে বিতরণ করা হয়নি। উদ্ধারকৃত চাল স্থানীয় বাজার মসজিদের ইমাম ইসমাইল হোসেনের মক্তবের অফিস কক্ষে রাখা ছিল। ইমাম ইসমাইল হোসেন দাবি করেছেন, চালগুলো স্থানীয় ব্যবসায়ী ও বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, উদ্ধারকৃত চাল জব্দ করে থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হবে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় প্রশাসনের এই অভিযানে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। চালের সঠিক বিতরণ নিশ্চিত করতে ভিজিএফ’র তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।