।। উপজেলা প্রতিনিধি।।
ভূরুঙ্গামারীতে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যা এবং ভারতে মুসলিম বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারীর সর্বস্তরের তৌহিদী মুসলিম জনতার আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
বাদ জুম্মা ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
সমাবেশে বক্তারা ইসরাইলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, ইসরাইল যুদ্ধবিরতি ভেঙে গাজায় নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে, যার ফলে গত দু’দিনে শিশুসহ এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া ভারতে হোলি উৎসবের সময় মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনাকেও তারা নিন্দা জানান। বক্তারা উল্লেখ করেন যে ভারতে দীর্ঘদিন ধরে মুসলিম বিরোধী আগ্রাসন অব্যাহত রয়েছে এবং ইসরাইল ও ভারতে মানবতাবিরোধী কর্মকাণ্ড চলছে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা গাজায় ইসরাইলের গণহত্যা এবং ভারতে মুসলিম বিরোধী আগ্রাসন বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
ছাত্রনেতা সাহাদৎ হোসেনের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন কওমি ওলামা পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান কাশেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি এসএম মনিরুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেন, ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, খতিব মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা খালিদ সাইফুল্লাহ এবং ছাত্রনেতা রোকনুজ্জামান রোকন প্রমুখ।
বক্তারা ফিলিস্তিন ও ভারতের মুসলিমদের প্রতি সংহতি প্রকাশ করে তাদের অধিকার রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।