।। উপজেলা প্রতিনিধি ।।
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের কলকিহারা গ্রামবাসী দীর্ঘ ৫৪ বছর ধরে ব্রিজের অভাবে ভোগান্তিতে ছিল। অবশেষে গত সোমবার (১৭ মার্চ) এডিপির অর্থায়নে কলকিহারা খালের ওপর ৬০ মিটার দৈর্ঘ্যের একটি কাঠের ব্রিজ নির্মাণের মাধ্যমে তাদের দুর্ভোগের অবসান হয়েছে। ব্রিজটি উদ্বোধন করেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী।
মোহনগঞ্জ ইউনিয়নের চারভাগের তিনভাগই ব্রহ্মপুত্র নদের ভাঙনের শিকার হওয়ায় এলাকাটি দীর্ঘদিন ধরে অবহেলিত। রাস্তাঘাট ও ব্রিজের অভাবে স্থানীয় বাসিন্দাদের প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হতে হতো। কলকিহারা খালের ওপর ব্রিজ না থাকায় ধোপা পাড়া, মিলনপুর, ঝিগা পাড়া, আজমীর পাড়া, মদন পাড়া, কোলপাড়া, মধ্যপাড়া, শংকরপুর, মাঠের ভিটাসহ প্রায় ২০টি গ্রামের মানুষের যাতায়াত ছিল অত্যন্ত কষ্টসাধ্য। নতুন ব্রিজ নির্মাণের ফলে এসব গ্রামের মানুষের যাতায়াত সহজ হয়েছে।
ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা, উপজেলা বিএনপির আহ্বায়ক মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল বাসার আব্দুল লতিফ এবং মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।
স্থানীয় বাসিন্দা আরাফাত হোসেন ও লিটন মিয়া জানান, স্বাধীনতার ৫৪ বছর পরও এই এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। কলকিহারা খালের ওপর ব্রিজটি ছিল তাদের দীর্ঘদিনের দাবি। ব্রিজ না থাকায় এই পথে যাতায়াতকারী মানুষের প্রচুর কষ্ট হতো। এখন সেই কষ্ট লাঘব হয়েছে। তবে তারা ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক স্থায়ীভাবে কংক্রিটের সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, “এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে কলকিহারা খালের ওপর এই কাঠের ব্রিজ নির্মাণ করা হয়েছে। আশা করি, এটি স্থানীয় মানুষের জীবনযাত্রাকে সহজ করবে এবং তারা উপকৃত হবেন।”