।। উপজেলা প্রতিনিধি।।
নাগেশ্বরী উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের মর্মান্তিক ঘটনা ঘটেছে। ধর্ষণকারীকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। মঙ্গলবার সকাল ১১টার দিকে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার সূর্যের খামার গ্রামে ঘটনাটি ঘটে।
ঘটনার শিকার নারী জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। তার ছোট ভাই আবু বকর লাভলু জানান, তার বোনের বিয়ে হয়নি এবং তিনি পরিবারের সাথে বসবাস করেন। প্রতিদিনের মতো সকালে তিনি বাড়ির পাশের ধরকার বিলে গিয়েছিলেন, যেখানে জেলেরা মাছ ধরে। সেখানে মাছ পাওয়ার আশায় যাওয়ার সময় একই গ্রামের বাবর আলী (২৮) তাকে মাছ দেয়ার প্রলোভন দেখিয়ে বিলের পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায় এবং ধর্ষণ করে।
এ সময় ভুট্টা ক্ষেতে পানি দিতে গিয়ে ঘটনাটি দেখে ফেলে ক্ষেতের মালিকের ছেলে। পরে ক্ষেতের মালিক সেকেন্দার আলী বাবর আলীকে আটক করে স্থানীয়দের সহায়তায় একটি গাছের সাথে বেঁধে রাখেন এবং পুলিশকে খবর দেন। নাগেশ্বরী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বাবর আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ সময় ধর্ষণের শিকার নারীকেও পুলিশ হেফাজতে নেয়া হয়।
আবু বকর লাভলু আরও জানান, তার বোনের মানসিক অবস্থার কারণে পরিবার সবসময় তাকে বিশেষ যত্নে রাখে। তবে এই ঘটনায় পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়েছে। তারা দ্রুত বিচার চান এবং অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ধর্ষণের শিকার নারীর স্বাস্থ্য পরীক্ষা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।