।। উপজেলা প্রতিনিধি।।
ভূরুঙ্গামারীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় আরডিআরএস অফিস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১২-০৮৩৫) সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুরের ডক্টরস ক্লিনিকে স্থানান্তর করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানিকৃত পাথর ও কয়লা দেশের বিভিন্ন স্থানে ড্রাম ট্রাক ও ট্রাকের মাধ্যমে পরিবহন করা হয়। এছাড়া, তিন চাকার ভটভটি, ট্রাক্টর ও অন্যান্য অবৈধ যানবাহন নিয়মিত এ সড়কে চলাচল করে। এসব যানবাহনের বেশিরভাগ চালকের বয়স কম এবং তাদের অনেকেরই ড্রাইভিং লাইসেন্স নেই। এ কারণে এ অঞ্চলে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে এবং প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহামুদ জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি থানায় আটক রয়েছে। তবে ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তিনি আরও বলেন, সংশ্লিষ্টদের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।