।। উপজেলা প্রতিনিধি ।।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজারহাট ইউনিয়ন পরিষদে ভিজিএফ’র (ভালনারেবল গ্রুপ ফিডিং) দশ কেজি চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) সকালে রাজারহাট ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো: আশাদুল হক।
এদিন রাজারহাট ইউনিয়ন পরিষদে ৭,৭০৪ জন সুবিধাভোগীর মাঝে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা পাট উপসহকারী ও ট্যাগ কর্মকর্তা রতন মিয়া, ডিএসবি আব্দুর রহমান, ইউনিয়ন পরিষদ সদস্য সহিদুল ইসলাম, আমজাদ হোসেন ও বিপ্লব আলী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম চলবে। ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে ৬,৮২৪ জন, ছিনাই ইউনিয়নে ৬,৫৫৪ জন, উমরমজিদ ইউনিয়নে ৬,৩৫৪ জন, নাজিমখান ইউনিয়নে ৪,৭৩৩ জন, বিদ্যানন্দ ইউনিয়নে ৪,০৪৮ জন এবং চাকিরপশার ইউনিয়নে ৬,৮৪৪ জন সুবিধাভোগীকে ভিজিএফ’র দশ কেজি চাল দেওয়া হবে।
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাই শেষে আমরা চাল বিতরণ কার্যক্রম শুরু করেছি। আমরা আশা করছি, সুষ্ঠুভাবে এ কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হব ইনশাআল্লাহ।”