ওয়ারেছ আলী : বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ (বাংলা ১৪২৪) অনুষ্ঠান করে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় । শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় দুর্গাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।
এসময় দুর্গাপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক উৎপল কান্তি রায়, ভাওয়াইয়ার জীবন্ত কিংবদন্তি ভাওয়াইয়া ভাস্কর ভূপতি ভূষণ বর্মা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
এসো হে বৈশাখ, এসো এসো ১৪২৪ -কে বরণ করতে আজ দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে বৈশাখী ফেস্টুন ব্যানার ও নানা রঙ্গের রঙ্গ দিয়ে স্কুল ক্যাম্পাস আনন্দে রঙ্গীন হয়ে উঠে। দুর্গাপুর উচ্চ বিদ্যালয় থেকে আবহমান গ্রাম বাংলার অন্যতম ধারক গরুর গাড়ি, মহিষের গাড়ি ,ঘোড়ার গাড়ি, প্রতিকী বাঘ, বানর,হাতি ও শিক্ষার্থীরা বৈশাখী শাড়ী ও পাঞ্জাবী সম্বলিত এক মঙ্গল শোভাযাত্রা বের করে।