।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে দুই আলাদা ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকন এবং উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে ভুরুঙ্গামারী উপজেলায় নিজ বাড়ি থেকে নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, আগামীকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।
অন্যদিকে, একই দিনে উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানাকে গ্রেফতার করা হয়। গত বছরের ১৮ জুলাই উলিপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে মামলা করেছিলেন। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেফতারকৃত আহসান হাবীব রানাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আহসান হাবীব রানা এ নিয়ে দ্বিতীয়বার গ্রেফতার হলেন। গত ২৭ অক্টোবর প্রথমবার তাকে গ্রেফতার করে জেলে প্রেরণ করা হয়েছিল। পরে তিনি জামিনে বেরিয়ে আসেন।